• দোতলা বাড়ি থাকতেও আবাসের ঘর পেতে ছেলের সঙ্গে বিচ্ছেদের ‘নাটক’? শোরগোল মেদিনীপুরে
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৫
  • বিখ্যাত ওয়েব সিরিজ় ‘পঞ্চায়েত’-এর দ্বিতীয় সিজ়নের দময়ন্তী দেবীর কথা মনে আছে? আবাস যোজনার ঘর পাওয়ার জন্য ছেলের সঙ্গে ঝগড়ার নাটক করে পাকা বাড়ি ছেড়ে পাশের একটি মাটির ঘরে ঠাঁই নিয়েছিলেন। সেরকমই ঘটনা এ রাজ্যেও? দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৈরি হচ্ছে আবাস যোজনার ঘর। উপভোক্তা দাবি করছেন, ছেলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। প্রতিবেশীরা বলছেন অন্য কথা। ঘটনায় শোরগোল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। 

    পশ্চিম মেদনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সরবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধর্মসাগর গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ দাস। পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা আবাস যোজনার তালিকায় নাম ছিল। প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও ঢুকেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। টাকা ঢুকতেই রবীন্দ্রনাথ শুরু করেছেন দ্বিতীয় বাড়ির কাজ। আর এই নিয়েই সরব প্রতিবেশীরা। 

    যদিও রবীন্দ্রনাথ বলেন, ‘ওটা ছেলের বাড়ি। পাঁচ বছর ধরে ছেলে আমার সঙ্গে কোনও সম্পর্ক রাখেনি। টাকাও পাঠায়নি। আমরা বুড়ো-বুড়ি এখানেই এক চিলতে মাটির ঘরে থাকতাম। সেটাই ভেঙে পাকা বাড়ি করছি।’ অন্যদিকে প্রতিবেশীদের দাবি, ‘ছেলে বাইরে সোনার কাজ করে। অবিবাহিত। ছেলের সঙ্গে সম্পর্ক থাকবে না কেন? এখানে এলে বাবা-মা’র সঙ্গেই তো থাকেন। টাকাও পাঠায়।’

    বিষয়টি নিয়ে সরবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমা দোলুই বলেন, ‘অফিসারেরা সার্ভে করেছেন। ওঁদের সার্ভে অনুযায়ী হয়েছে। আমি কিছু জানি না।’ বিডিও দীপঙ্কর বিশ্বাস বলেন, ‘আজ দুপুর নাগাদ এই বিষয়টি আমার কানে এসেছে। আমি সোমবার নিজে উপভোক্তার বাড়িতে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’

  • Link to this news (এই সময়)