মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় সক্রিয় পুলিশ, বিহার থেকে গ্রেপ্তার আরও এক পেশাদার খুনি...
আজকাল | ২০ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় আরও এক পেশাদার খুনিকে বিহার থেকে গ্রেপ্তার করল মালদা পুলিশ। রবিবার জেলা পুলিশের তরফে একটি বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম মহম্মদ আসরার (২২)। অভিযুক্তের বাড়ি বিহারের পূর্নিয়া জেলার বাইসি এলাকায়। ওই তৃণমূল নেতার যেদিন খুন হন সেদিন গোটা অপারেশনের মূল কান্ডারী ছিল পুলিশের হাতে ধৃত এই যুবক। ঘটনার তদন্তে নামার পর বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সূত্র থেকে মহম্মদ আসরারের গতিবিধির ওপর নজর রাখছিল পুলিশ।
এরপর পুলিশের একটি বিশেষ টিম বিহার পুলিশের সহযোগিতায় পূর্ণিয়া জেলার বাইসি এলাকায় অভিযান চালায়। শনিবার রাতেই একটি পরিত্যক্ত ইঁটভাটা থেকে ওই পেশাদার খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার ধৃতকে মালদা আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ২ জানুয়ারি মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে খুন হন মালদা তৃণমূলের জেলা সহ-সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার। ঘটনায় তদন্তে নেমে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন অভিযুক্ত মহম্মদ আসরার দুষ্কৃতীদের নিয়ে মোটরবাইক চালাচ্ছিল। ওই বাইক থেকেই গুলি করা হয় তৃণমূল নেতার উদ্দেশ্যে। জানা গিয়েছে, ধৃত মহম্মদ আসরার বাইকে বসে মানুষকে ভয় দেখানোর জন্য শূন্যে গুলি ছুঁড়েছিল যাতে কেউ তাদের ধাওয়া না করতে পারে। তবে তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় এখনও পর্যন্ত দুই অভিযুক্ত বাবলু যাদব এবং কৃষ্ণরাজক ওরফে রোহন পলাতক। তাদের ধরার জন্য ইতিমধ্যেই দু’লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে জেলা পুলিশের তরফে।