আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মালদহ সফরকে ঘিরে সেজে উঠছে পুরাতন মালদহের মহানন্দা ভবন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সোমবার মালদহে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে মালদহে পৌঁছবেন মমতা। রাত্রিবাস করবেন পুরাতন মালদহের মঙ্গলবাড়ি মহানন্দা ভবনে। রাত্রিবাসের পর মঙ্গলবার মালদহ শহরে রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা।মালদহ শহরের যুব আবাস সংলগ্ন ময়দানের সেই সভা থেকেই বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে এখন মালদহে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। পুরাতন মালদহের মহানন্দা ভবন সেজে উঠেছে। নতুন করে লেগেছে নীল সাদা রঙের প্রলেপ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে ভবনের রাস্তা-সহ আশপাশে লাগানো হয়েছে সিসিটিভি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে জোরদার প্রস্তুতি চলছে মালদহে। রবিবার সেই সমস্ত প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন পুরাতন মালদহ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। শুধু প্রস্তুতির কাজ নয়, তিনি মুখ্যমন্ত্রীর আগমণের প্রাক্কালে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি বুলবুলচণ্ডী মোড় থেকে সদরঘাটগামী রাস্তা সহ ফুটপাথ পরিষ্কার রাখার উপর বিশেষ জোর দেন। রাস্তার পাশের বিভিন্ন দোকানদারদের রাস্তা পরিষ্কার রাখার বার্তা দেন। মুখ্যমন্ত্রী আসার আগে সাজো সাজো রব উঠেছে মালদহে