• বর্ধমান বইমেলায় শেষ দিনে জমজমাট সোনার বাংলা স্টল, সম্মানিত বিশিষ্ট ব্যক্তিত্বরা
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বইপাঠকদের জন্য এবারের ৪৭তম বর্ধমান বইমেলা বিশেষ আকর্ষণীয় ছিল। মেলার শেষ দিনে নজর কেড়েছে সোনার বাংলা স্টল। যেখানে ছিল বাংলাদেশের বিভিন্ন প্রকাশনার বই। শেষ মুহূর্তেও ক্রেতাদের ভিড়ে জমজমাট ছিল এই স্টল। বিক্রেতারা জানান, বই কোনও সীমারেখা মানে না—এটি জাতি, দেশ কিংবা সীমানার বাইরে একটি মানবিক সংযোগ। 

    মেলার সমাপ্তি আরও উজ্জ্বল হয়ে ওঠে জীবনানন্দ সভাগৃহ ও নজরুল মঞ্চে সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে। পশ্চিমবঙ্গ স্টেট আকাদেমির সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষক হীরালাল ঘোষ, ব্যায়াম শিক্ষক জয়ন্ত হোড়, এবং বাচিকশিল্পী ভবতোষ দাস তাঁদের বিশেষ অবদানের জন্য সংবর্ধিত হন।

    এই বছরের বইমেলা শুধুমাত্র বই কেনাবেচার সীমায় থেমে থাকেনি। প্রতিদিনের মেলার মাঠে ছিল আড্ডার উষ্ণতা, বইপ্রেমীদের প্রাণবন্ত আলোচনা, বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজন। সোনার বাংলা স্টল সহ অন্যান্য আকর্ষণীয় স্টল দর্শনার্থীদের প্রাণবন্ত রেখেছিল। এখন দেখার বিষয়, মেলার এই প্রাণোচ্ছলতা মানুষকে নতুন করে বইপাঠের প্রতি উৎসাহী করে তুলতে পারে কি না। বইয়ের মুগ্ধতা কি আবারও মানুষের হৃদয়ে ফিরে আসবে? এই প্রশ্নই মেলার শেষ দিনের আলোচনায় ঘুরপাক খাচ্ছিল। সময়ই দেবে তার উত্তর।
  • Link to this news (আজকাল)