রণজয় সিংহ: মালদায় দাদার হাতে খুন ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুখুরিয়া থানার ঘাসিনগর এলাকায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত যুবকের নাম দীপঙ্কর সরকার। বয়স আনুমানিক ২৫ বছর। পরিবারের রয়েছে স্ত্রী দেবী মাঝি সরকার।
পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দীপঙ্কর তার বাড়িতে আম গাছের ডাল রেখেছিলেন এক জায়গাতে। সেই সময় অভিযুক্ত দাদা কমল সরকার সমস্ত গাছের ডাল বাড়ির বাইরে ফেলে দেয়। দীপঙ্করের স্ত্রী প্রতিবাদ করতে গেলেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কমল। এমনটাই অভিযোগ। সেই সময় প্রতিবাদ করে ভাই দীপঙ্কর সরকার। আর তার জেরে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বিবাদ। এর মধ্যেই ঘর থেকে ধারাল হাঁসুয়া বের করে কমল ভাই দীপঙ্কর সরকারকে এলোপাথাড়ি আঘাত করে বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় দীপঙ্করকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন আজ সকালে দীপঙ্করের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত দাদা পলাতক বলে পরিবারের দাবি। এদিকে খুনের মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
নিহতের এক প্রতিবেশী বলেন, ওদের ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। আমার বাড়ির একটু দূরে। শুনলাম একজন অন্যজনের হাতে কোপ বসিয়ে দিয়েছে। গিয়ে দেখি ওদের বাড়িতে প্রচুর লোকজন। টোটোয় করে আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুনছি দাদা ভাইকে মেরেছে। বারান্দায় আমের পাতা রাখা নিয়ে গোলমাল। এনিয়ে বড় দাদা ভাইয়ের বউকে মারতে যাচ্ছিল। ভাই এসে বাধা দিয়েছে। তখনই বড় দাদা হাঁসুয়া ছুড়ে মেরেছে। হাত কেটে গিয়েছে। জানতে পারছি মারা গিয়েছে।