সৈকত মাইতি: তমলুকে তরুণীর রহস্যমৃত্যু। নদীতে জাল ফেলতেই মিলল বস্তাবন্দি মুন্ডহীন দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃ্ত্যু তরুণীর? খুন নাকি অন্য কিছু? জানতে পুলিশ শুরু করেছে তদন্ত।
পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের চণ্ডিয়া নদীতে প্রতিদিনই জাল ফেলেন মৎস্যজীবীরা। রবিবার সকালেও নদীতে যান তাঁরা। তখনই দেখতে পান, কিছু একটা ভাসছে। তাতে সন্দেহ হয় সকলের। নদীতে জাল ফেলতেই মেলে একটি বস্তা। সেটি খুলতেই চক্ষু চড়কগাছ! দেখা যায়, বস্তায় ভরা এক তরুণীর মুন্ডহীন দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে দেহ। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া দেহটি এলাকার বা পরিচিত কারও নয়। ফলত কীভাবে দেহটি নদীতে এল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই দেহটি কার, তা এখনও জানা যায়নি। নিকটবর্তী থানায় ইতিমধ্যেই দেহ উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টায় মরিয়া পুলিশ। পরিচয় জানতে পারলেই মৃত্যুরহস্য খোলসা হবে বলে মনে করছেন তদন্তকারীরা। অন্যত্র খুন করে তরুণীর দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।