বিএফএস জওয়ানদের তাড়ায় পালালেন পাচারকারীরা, বনগাঁয় উদ্ধার প্রায় হাজার কচ্ছপ
প্রতিদিন | ২০ জানুয়ারি ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: গভীর রাতে কয়েকটি বস্তা নিয়ে সীমান্ত পেরনোর চেষ্টা করছিলেন পাচারকারীরা। টহলদারি বিএসএফ জওয়ানদের চোখে পড়লে শুরু হয় তাড়া করা। জওয়ানদের দেখে সেই বস্তা ফেলে পালান তাঁরা। সেসব বস্তা খুলতেই বেরিয়ে পড়ে মাঝারি-বড় বিভিন্ন মাপের কচ্ছপ। জানা গিয়েছে, প্রায় একহাজার মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সীমান্তের উপর চাপ বাড়ছে। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ঘটনাও সামনে আসছে। বিএসএফ জওয়ানরা আরও সতর্ক নজরদারি শুরু করেছেন সীমান্ত এলাকায়। বহু জায়গায় পাচারও রুখে দেওয়া হচ্ছে। এবার বিএসএফের কড়া নজরদারিতে উদ্ধার হল ওই বিপুল পরিমাণ কচ্ছপ। গতকাল শনিবার মধ্যরাতে বনগাঁর বাগদা সীমান্ত এলাকা দিয়ে ওই পাচার হচ্ছিল। কয়েক জন ওই বস্তাগুলিকে সীমান্ত পেরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেসময় মালিদহ গ্রামের ওই এলাকায় বিএসএফ জওয়ানরা চলে এসেছিলেন।
জওয়ানদের থেকে বাঁচতে সঙ্গে থাকা বস্তাগুলি ফেলেই তাঁরা চম্পট দেন। পরে ফেলে যাওয়া চারটি বস্তা খুলে ওই কচ্ছপ বার করা হয়। দমবন্ধ অবস্থায় থাকার কারণে ওইসব কচ্ছপ আগেই মারা গিয়েছিল বলে মনে করা হচ্ছে। ওই পরিমাণ কচ্ছপ দেখে গ্রামের সাধারণ বাসিন্দাও হতবাক। স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। কোথা থেকে ওই কচ্ছপগুলি নিয়ে আসা হচ্ছিল? কতজন এই চক্রের সঙ্গে জড়িয়ে? সেসব তথ্য পেতে চেষ্টা করছে পুলিশ-প্রশাসন। সাম্প্রতিক কালে এর আগেও বনগাঁ সীমান্ত এলাকায় প্রচুর পরিমাণে কচ্ছপ উদ্ধার হয়েছে। জওয়ানরা সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন। এই কথা বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে।