• জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ, উত্তেজনা ভাঙড়ে
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৫
  • ফের আক্রান্ত পুলিশ। রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত একাধিক পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

    জানা গিয়েছে, ভাঙড়ে একটি মেলায় জুয়ার ঠেক চলছে বলে পুলিশ খবর পায়। ভাঙড় থানার পুলিশ বাহিনী সেই ঠেক ভাঙতে অভিযান চালায়। অভিযোগ, পুলিশ পৌঁছে কয়েকজনকে ধরপাকড় করতেই আক্রমণ শুরু হয়। কয়েকজন পুলিশ কর্মীকে লাঠি, বাঁশ দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আহত বেশ কয়েকজন পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারকে চিকিৎসার জন্য নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। 

    গত বুধবার থেকে শাঁকশহরে বাবন পীরের মেলা শুরু হয়েছে। অভিযোগ, সেখানেই জুয়ার আসর বসানো হয়। জুয়ার ঠেক কে বা কারা তৈরি করেছিল, সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

  • Link to this news (এই সময়)