• পশ্চিমি ঝঞ্ঝার কাঁটা, ভরা মাঘে হু-হু করে চড়ছে পারদ, শীত কি বিদায়ের পথে? ...
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভরা মাঘে নেই হাড়কাঁপানো শীতের আমেজ। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন, শীতের বিদায়ঘণ্টা কি বেজেই গেল? চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই। পশ্চিমি ঝঞ্ঝার জেরে সপ্তাহের মাঝামাঝি থেকে আরও বাড়বে গরম। ঠান্ডার আমেজ বিন্দুমাত্র পাওয়া যাবে না। এর মাঝেও ঘন কুয়াশার দাপট থাকবে জেলায় জেলায়। 

    আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রার কোনও হেরফের হবে না। তার দু'দিন পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আজ পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে ঘন কুয়াশার দাপট থাকবে। 

    অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে আগামী দু'দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিনদিন তাপমাত্রা না বাড়লেও, তার পরের দু'দিন তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে সব জেলাতেই। 
  • Link to this news (আজকাল)