• ক্লাবে অনুষ্ঠান চলাকালীন বন্ধুর গলায় ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তার অভিযুক্ত যুবক
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে যুবক খুনের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধারালো অস্ত্রের কোপ মারার পর অভিযুক্ত যুবক ক্লাবের উপরের ঘরে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে। তাকে তালা বন্ধ করে ক্লাবের একটি ঘরে রেখেছিল। সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে। 

    পুলিশ সূত্রে জানা গেছে, একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে নাচানাচি করার সময় এক যুবককে আচমকা গলায় ধারালো অস্ত্রের কোপ মারে আরেক যুবক। ধারালো অস্ত্রের আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আজগর মল্লিক(২৫) নামের যুবক। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চলার পর, আহত যুবকের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক ঘোষণা করেন। অভিযুক্ত যুবকের নাম সৌরভ দাস (ওরফে পাশা)। 

    ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা কাঁথির পাঁচ নম্বর ওয়ার্ডের খড়্গ চন্ডী শ্মশানের কাছে। গতকাল রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। কাঁথি থানার অদূরে একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান চলাকালীন এমন ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, পুলিশ ইতিমধ্যে আরও তদন্ত করছে। 

    মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস ঘটনাস্থলে পৌঁছেছেন। ব়্যাফ, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও করছে। এসডিপিও দিবাকর দাস জানিয়েছেন, 'মনোহরচকের মঞ্জুরি গোষ্ঠী ক্লাবে বাৎসরিক একটি অনুষ্ঠান চলছিল। রাত দেড়টা নাগাদ দুই বন্ধুর বচসা হয়। তারপর ধারালো অস্ত্রের কোপ মারে গলায়।তারপর যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টির মোটিভ জানার আরও চেষ্টা করছে পুলিশ।'
  • Link to this news (আজকাল)