• LIVE Updates: কোর্ট লক আপে রাখা হল সঞ্জয়কে, 'ফাঁসি' চায় CBI
    আজ তক | ২০ জানুয়ারি ২০২৫
  • আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের মামলায় আজ সাজা ঘোষণা করছে শিয়ালদা কোর্ট। গত ১৮ জানুয়ারি এই মামলায় একমাত্র দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। ভারতীয় ন্যায় সংহিতার তিনটি ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। ৬৪ নং ধারায়, মৃত্যুর জন্য় দায়ী, ৬৬ ধারায় ধর্ষণের শাস্তি এবং ১০৩ নং ধারায় খুনের ধারায় চার্জগঠন করা হয়েছিল। এই সব ধারাতেই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ও ন্যূনতম সাজা যাবজ্জীবন কারাদণ্ড। গত বছর ৯ অগাস্টের সেই ঘটনায় আজ সঞ্জয় রায়ের কী সাজা হতে চলেছে? প্রতি মুহূর্তের LIVE আপডেট রইল।

    তদন্ত এখনও অনেক বাকি: নির্যাতিতার বাবা

    সঞ্জয় রায়ের সাজা ঘোষণার আগে নির্যাতিতা ডাক্তারের বাবা বললেন, সঞ্জয়ের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। কিন্তু তদন্ত এখনও অনেক বাকি। 

    শিয়ালদা কোর্ট চত্বর নিরাপত্তার লৌহবাসর

    শিয়ালদহ কোর্ট চত্বরে সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোর্ট চত্বরের সামনে করা হয়ছে ত্রিস্তরীয় গার্ডরেলের ব্যবস্থা। নিরাপত্তার তত্ত্বাবধানে থাকছেন দু’জন ডিসি পদমর্যাদার অফিসার। এছাড়াও থাকছেন পাঁচজন এসি, ১৪ জন ইন্সপেক্টর, ৩১ জন এসআই, ৩৯ জন এএসআই, ২৯৯ জন কনস্টেবল ও ৮০ জন মহিলা পুলিশ।

    সাড়ে ১২টা নাগাদ বসবে এজলাস

    সারে ১২টা নাগাদ আদালতের এজলাস বসবে। তারপর সঞ্জয় রায়ের বক্তব্য শুনবেন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয়ের বক্তব্য শোনার পরেই সাজা ঘোষণা করা হবে।

    'সোমবার আপনার কথা শুনব'

    গত রবিবার বিচারক অনির্বাণ দাস বলেন, 'CBI যা প্রমাণ দিয়েছে। তাতে আপনিই দোষী। শাস্তি পেতেই হবে।' ফের সঞ্জয় বলে, 'আমার কথা শুনুন প্লিজ। আমি কিছু করিনি। আমাকে আইপিএস-রা যা বলেছেন, তাই বলেছি। আমাকে ফাঁসানো হয়েছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে। ধস্তাধস্তি হলে সেটা ছিঁড়ল না কেন?' এতে বিচারক বলেন, 'সোমবার আপনার কথা শুনব।'

    সঞ্জয়কে রাখা হল কোর্ট লক-আপে

    আজ সঞ্জয় রায়ের বক্তব্য শুনবেন শিয়ালদা কোর্টের বিচারক। তাকে রাখা হয়েছে কোর্ট লক-আপে। সঞ্জয় ও তার পরিবারের বক্তব্য শোনার পরে রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। 

    সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের পথে

    প্রেসিডেন্সি জেল থেকে বের করে শিয়ালদা আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে দোষী সঞ্জয় রায়কে। বিশাল কনভয়ে সঞ্জয়কে নিয়ে যাওয়া হল আদালতে। 
  • Link to this news (আজ তক)