এই সপ্তাহে বাড়বে তাপমাত্রা, আর ফিরবে না কনকনে শীত? জানুন আবহাওয়ার আপডেট
আজ তক | ২০ জানুয়ারি ২০২৫
উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। ফলে আগামী কয়েকদিন জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা দেখছে না হাওয়া অফস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঠান্ডার আপাতত প্রত্যাবর্তন নেই । বরং, রয়েছে বৃষ্টির ভ্রুকুটি । পশ্চিমী ঝঞ্ঝার কারণে নতুন সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে । সুতরাং, শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডার আপাতত কোনও সম্ভাবনা নেই।
নতুন সপ্তাহে কেমন থাকছে বাংলার আবহাওয়া?
আগামী ৫ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । ফলে, পৌষের পর মাঘেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা ক্রমশ কমছে । অবশ্য,কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি
আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতা ও গাঙ্গেয় বঙ্গে শীতের দাপট কার্যত থাকবে না বলেই ধরা যেতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশও পরিষ্কার থাকবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা প্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। শীত না ফিরলেও শীতের আমেজটুকু কেবল বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ঘন কুয়াশার সতর্কতা না থাকায় দৃশ্যমানতা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। তার প্রভাব পড়তে পারে সিকিমের উপর। যার উপর নির্ভর করছে উত্তরবঙ্গের আবহাওয়া। তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। পাহাড়ি এলাকায় তুষারপাতও হতে পারে।
নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা
হাওয়া অফিস বলছে, বুধবার থেকে নতুন পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। ফলে আবার তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমি ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
রবিবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। হাওয়া অফিস বলছে, সোমবার থেকেই ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সঙ্গে হালকা কুয়াশা থাকবে। বেলার দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।