• কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপর সঞ্জয়ের সাজা ঘোষণা! কড়া নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া শিয়ালদহ আদালত...
    ২৪ ঘন্টা | ২০ জানুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল: আর কয়েকঘন্টার অপেক্ষা। সমস্ত রাজ্যবাসী, গোটা দেশ নজর রেখেছে শিয়ালদহ আদালতের উপর। কারণ আজ সাজা ঘোষণা। শনিবারই আর জি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুন-কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে ধৃত সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রায়কে। ওই ঘটনায় একমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্য়স্ত করেছে আদালত। সোমবার সঞ্জয়ের সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত। 

    নির্যাতিতার পরিবার ও বিভিন্ন মহল বারে বারে দাবি করে আসছে সঞ্জয়ের ফাঁসি চাই। কিন্তু আদালত চলবে তার নিজের নিয়মে। তাই দেখার বিষয় আদালত তার রায়ে সঞ্জয়ের ফাঁসি নাকি যাবজ্জীবনের সাজা শোনায়। কিন্তু তার আগে সকাল থেকেই দেখা গেল কড়া নিরাপত্তায় মোড়া শিয়ালদহ আদালত চত্বর। মোতায়েন রয়েছে প্রচুর পুলিসবাহিনী। প্রায় ৫০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছে। রয়েছেন দুজন ডিসি পদমর্যাদা আধিকারিক। অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে ৫ জন, ইন্সপেক্টর ১৪ জন, এসআই পদ মর্যাদার আধিকারিকরা রয়েছেন ৩১ জন। এএসআই পদের আধিকারিক রয়েছেন ৩৯ জন। কনস্টেবল রয়েছেন ২৯৯ এবং মহিলা পুলিশ মোতায়েন রয়েছে ৮০ জন।

    প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয়কে নিয়ে আসার আগেই, কার্যত সিল করা হয়েছে শিয়ালদহ আদালতে আসার সমস্ত রাস্তা। আদালত চত্বরে কাজ ছাড়া কোনরকমের সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। যতক্ষণ না সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হয়ে ফের নিয়ে যাওয়া হবে ততক্ষণ গ্রাউন্ড জিরো কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে। 

    চারস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতি দুই থেকে তিনফুট অন্তর অন্তর মোতায়েন রয়েছেন পুলিসকর্মীরা। যেহেতু লাখ লাখ মানুষ প্রতিনিয়তই শিয়ালদহ স্টেশন চত্বর দিয়ে যাতায়াত করেন। তাই কোনরকমের সমস্যা না হয় সেই বিষয়ে বারবার খেয়াল রাখা হচ্ছে। আনুমানিক সকাল সাড়ে ১০টা থেকে ১১টা'র মধ্যে সঞ্জয়কে নিয়ে আসার কথা।

    খাস কলকাতায় সরকারি হাসপাতালে চিকিত্সককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। বিচারপর্ব শুরু হওয়ার ৫৯ দিনের মাথায় ডিজিটাল, বৈজ্ঞানিক ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও সিবিআইয়ের দেওয়া সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয়কে গত শনিবার দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত।

    আর জি কাণ্ডের বিচারের দাবিতে উত্তাল হয়েছিল কলকাতা-সহ গোটা রাজ্য। অনেকেরই দাবি ছিল, দোষীর ফাঁসি চাই। বিদেশের মাটিও উত্তাল হয়েছিল দোষীর শাস্তির দাবিতে। সঞ্জয়কে দোষী সাব্য়স্ত করার সময়ে বিচারক অনির্বাণ দাস জানিয়ে দিয়েছেন, যে যে ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে সঞ্জয়েরে ফাঁসি পর্যন্ত হতে পারে। এদিন সঞ্জয়ের ফাঁসি নাকি যাবজ্জীবন, নজর থাকবে গোটা দেশের।

  • Link to this news (২৪ ঘন্টা)