• RG Kar সাজা ঘোষণা Live Updates: ‘দাঁত চেপে লড়াই করছি, অন্তত ৫০ জন জড়িত’, দাবি অভয়ার বাবার
    প্রতিদিন | ২০ জানুয়ারি ২০২৫
  • আর জি কর তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় দোষী  সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। ফাঁসি নাকি যাবজ্জীবন, কী শাস্তি দেয় আদালত? সেদিকে নজর গোটা দেশের। গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এই মামলা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন RG Kar সাজা ঘোষণা লাইভ আপডেটে।বেলা ১২.২০: আদালত কক্ষে অগণিত মানুষের ভিড়।
    বেলা ১২.১৯: ২১০ নম্বর আদালত কক্ষে পৌঁছলেন সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার। তাঁর টিমের আইনজীবীরাও রয়েছেন এজলাসে।
    বেলা ১১.৪৬: মুর্শিদাবাদে রওনা দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমিও চাই ফাঁসি হোক। আমিও ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছি। অনেকেই রাস্তায় নেমেছিলেন। আমরা পরপর ৩টে কেসে ফাঁসি করে দিয়েছি। প্রতিটি কেসেই ৫৩-৫৪ দিনের মধ্যে ফাঁসি করে দিয়েছি।  বিচারককে অনেক কিছু খতিয়ে দেখতে হয়। তাই একটু সময় লাগবে। আমাদের পুলিশ খুব ভালো কাজ করেছে। এই কেসেও সুবিচার চাই।”বেলা ১১.৪০: নির্যাতিতার বাবা-মা বলেন, “অন্তত ৫০ জন জড়িত রয়েছে। আমরা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাব। সঞ্জয়ের কঠোরতম শাস্তি দাবি জানাই।”
    বেলা ১১.৩৪: শিয়ালদহ আদালতে পৌঁছলেন নির্যাতিতার বাবা, মা-সহ পরিবারের লোকজন।

    সকাল ১০.৪৪: শিয়ালদহ আদালতে অভয়া মঞ্চের প্রতিবাদে অনুমতি দিল না কলকাতা পুলিশ। নিরাপত্তার স্বার্থে জমায়েত করা যাবে না বলে ই-মেলে জানানো হয়েছে।
    সকাল ১০.৪০: প্রিজন ভ্যানে করে শিয়ালদহ আদালতে ঢুকল সঞ্জয়। কোর্ট লকআপে দোষী।

    সকাল ১০.৩৯: গ্রিন করিডর করে সঞ্জয়কে আনা হচ্ছে আদালতে।
    সকাল ১০.২৩: প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বের করা হল সঞ্জয়কে। নিয়ে যাওয়া হচ্ছে আদালতে।সকাল ৮.৩০: শিয়ালদহ আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা। ২ জন ডিসি পদমর্যাদার আধিকারিক, ৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৩১ জন এসআই পদমর্যাদার আধিকারিক,  এএসআই পদমর্যাদার আধিকারিক রয়েছেন ৩৯ জন, কনস্টেবল রয়েছেন ২৯৯ জন, এবং মহিলা পুলিশ মোতায়েন রয়েছে ৮০ জন। সবমিলিয়ে অন্তত ৫০০ পুলিশকর্মী মোতায়ন রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)