আরজি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ-খুনের ঘটনায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার শাস্তি ঘোষণা। তার আগেই আদালত ও বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রশংসা করেন রাজ্য পুলিশেরও।
সোমবার জেলা সফরে যাওয়ার আগে ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিকদের মমতা জানান, রায়দানের আগে তিনি কিছু বলবেন না। তবে একই সঙ্গে মনে করিয়ে দেন, ‘ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম। সবাই করেছিল। সুতরাং এটা বিচারকের উপর নির্ভর করে। তবে আমি ধন্যবাদ জানাই বিচার ব্যবস্থাকে। আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও ধন্যবাদ।’
গত দেড় মাসে এ রাজ্যে তিনটি ধর্ষণের ঘটনায় তিনটি ফাঁসির সাজা শোনানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, মুর্শিদাবাদের ফরাক্কা, হুগলির গুড়াপে তিন নাবালিকা ধর্ষণের মামলায় দোষীদের ফাঁসির সাজা শোনানো হয়েছে।
মমতা বলেন, ‘তিনটে মামলায় ফাঁসি হয়েছে। প্রতিটাই ৫৩-৫৪ দিনের মধ্যে করেছি। আমাদের পুলিশই করেছে। তবে বিচারকরা তো একটু সময় নেন। ওনাদের অনেক কিছু তো দেখতে হয়। আমি ধন্যবাদ জানাই বিচার ব্যবস্থাকে। আমাদের তদন্তকারীদেরও ধন্যবাদ। এই কেসটাতেও আমরা বিচার চাই।’