• শীতের পথে ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, বাড়বে তাপমাত্রা?
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৫
  • ফের উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে পথের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা এখনই নেই। জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ থাকবে। তবে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    চলতি বছর যখন শীত চালিয়ে ব্যাট করতে গিয়েছে সেই সময়ে তাকে ‘ক্লিন বোল্ড’ করেছে ঝঞ্ঝা। সেই অর্থে শীত-সুখ খুব বেশিদিন উপভোগ করতে পারেননি সাধারণ মানুষ। মাঘেও ঠান্ডা ছুটিতেই। তবে কি চলতি বছরের মতো গুটিয়ে রাখতে হবে লেপ-কম্বল?

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবারের পর দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দু’ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধাপ্রাপ্ত হতে চলেছে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ। পরিবর্তে পুবালি হাওয়ার উপর ভর করে রাজ্যে প্রবেশ করবে জলীয় বাষ্প। তবে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

    সোমবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের সেই আমেজও গায়েব হয়ে গিয়েছে। সকালের দিকে বিভিন্ন জেলায় হালকা কুয়াশা দেখা গিয়েছিল।

    দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের পূর্বাভাসে। ২৪ জানুয়ারি শুক্রবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি থাকবে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ঘন কুয়াশা দেখা যেতে পারে সকালের দিকে। তবে আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করা পশ্চিমী ঝঞ্ঝার কতটা প্রভাব সিকিমের উপরে পড়বে তার উপরে নির্ভর করছে উত্তরবঙ্গের আগামীর আবহাওয়া।

  • Link to this news (এই সময়)