আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বিডিও গৌতম বর্মণের (৪৫) রহস্যমৃত্যু। সোমবার সকালে সরকারি আবাসন থেকেই তাঁর দেহ মিলেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সকালে ঘুম থেকে না-ওঠায় আবাসনের দায়িত্বে থাকা কর্মীরা তাঁকে ডাকতে যান। সেখানে তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে কুমারগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে বিডিওর রহস্যমৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে জেলা প্রশাসনের অন্দরে।
জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী বলেন, ‘প্রাথমিক ভাবে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু বলেই মনে করা হচ্ছে। ময়নাতদন্তের পরেই আমরা এ ব্যাপারে বলতে পারব। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’
জানা গিয়েছে, নিজের স্ত্রী, সন্তান, শাশুড়িকে নিয়ে সরকারি আবাসনেই থাকতেন তিনি। গোটা ঘটনায় পরিবার, প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, তিনি কোচবিহারের দিনহাটার বাসিন্দা। রবিবার গভীর রাত থেকেই অসুস্থতা অনুভব করেন তিনি। ৯ মাস আগে চিকিৎসার জন্য তিনি চেন্নাই গিয়েছিলেন। হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা।
বিস্তারিত আসছে...