আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সোমবার ২০ জানুয়ারি দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ কোর্ট। কিন্তু এই সাজাতে খুশি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মালদায় তিনি বলেন, ‘আমাদের হাত থেকে ইচ্ছে করে কেসটা কেড়ে নিয়ে চলে গেল। আগেই বলেছিলাম আমরা না পারলে সিবিআইকে কেসটা দিন, আপত্তি নেই। আমরা চাই বিচার হোক।’ তিনি আরও বলেন, ‘এই নরপিশাচদের চরমতম শাস্তি চাই।’ তিনি যে সন্তুষ্ট নন, তাও স্পষ্ট করে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘ ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম’।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম। আজও সেই দাবিতে অনড় রয়েছি। কিন্তু আদালতের রায় নিয়ে কিছু বলব না। আমি আমার এবং দলের কথা বলতে পারি। আমরা তিনটে মামলায় ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে ফাঁসির অর্ডার করিয়ে নিয়েছি। এটা একটা সিরিয়াস কেস। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি কিছু বলব না।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘তবে আমাদের হাতে কেসটা থাকলে অনেক দিন আগেই ফাঁসির অর্ডার করিয়ে নিতে পারতাম। জানি না কী ভাবে লড়াই করেছেন, কী যুক্তি, সুতরাং ডিটেলস জানি না।’ সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে কি না, তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি মমতা।