• আমৃত্যু কারাদণ্ড, আরজি কর কাণ্ডের সাজা নিয়ে কী প্রতিক্রিয়া তৃণমূল-বিজেপি-সিপিএমের?
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৫
  • আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে আদালত। আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক। আরজি করের ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে অভিহিত করেননি বিচারক। দেওয়া হয়নি ফাঁসির সাজাও। বিভিন্ন মহল থেকে আরজি কর কাণ্ডে অন্যতম অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত সঞ্জয়ের ফাঁসির সাজা দেওয়ার কথা ভাবা হয়েছিল। যে ঘটনা রাজ্য তথা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, সেই ঘটনার সাজা ঘোষণার পর কী প্রতিক্রিয়া রাজ্যের রাজনৈতিক দলগুলির?

    ফাঁসির সাজা না হওয়ায় ইতিমধ্যেই ‘অসন্তোষ’ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দলের তরফেও এই ঘটনায় দোষীর ফাঁসির সাজা দেওয়ার আশা প্রকাশ করা হয়েছিল। সাজা ঘোষণা হওয়ার পর তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘দোষ প্রমাণিত হয়েছে। দোষীকে কী শাস্তি দেওয়া হবে সেটা বিচারকের সিদ্ধান্ত। ফরাক্কা থেকে জয়নগর সব ঘটনায় দোষীর ফাঁসির সাজা হয়েছিল। আরজি করের ক্ষেত্রেও আমরা ফাঁসি চেয়েছিলাম। দৃষ্টান্তমূলক শাস্তি দরকার ছিল।’

    অন্যদিকে আরজি করের ঘটনায় ‘একাধিক’ দোষী থাকার তত্ত্বে জোর দিয়েছে বিজেপি। সঞ্জয়ের সাজা ঘোষণার পর বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘সারা দেশবাসীর মনে যেটা আছে, যে একা সঞ্জয় রায় দোষী নয়, সেই ধারণা হয়তো বিচারকের মনেও প্রতিষ্ঠিত হয়েছে। সঞ্জয়ের সাজা হয়েছে, কিন্তু যারা প্রমাণ লোপাট করল, তারা কোথায়? কারা সঞ্জয়কে ওই নির্দিষ্ট ঘরে পাঠিয়ে ছিল?…তাঁদের কী হলো? এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। যাঁরা তদন্ত করছেন, তাঁরা বুঝবেন সাপ্লিমেন্টারি চার্জশিটে কী আসবে?’

    অন্যদিকে সিপিএম নেত্রী বৃন্দা কারাট বলেন, ‘এই ঘটনায় প্রমাণ নষ্ট করা হয়েছে... সঞ্জয় রায়ের সঙ্গে আর কে দোষী?... এর মধ্যে কোন যোগসূত্র আছে?... আরজি কর মামলায় প্রতিটি পর্যায়ে আমরা অবিচার দেখতে পাচ্ছি। রাজ্য সরকার যে ভাবে এই ঘটনায় তথ্য প্রমাণ নষ্ট করেছে, তাদের জবাবদিহি করা উচিত।’

  • Link to this news (এই সময়)