• অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতেও এ বার স্মার্ট ফোন, সভা থেকে ঘোষণা মমতার
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৫
  • আশা কর্মীদের মতোই এ বার আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীরাও হাতে পাবেন স্মার্ট ফোন। সোমবার মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউটের মাঠের সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা কর্মীদের ফোন কেনা হচ্ছে, সেই কাজের জন্য টেন্ডারও হয়ে গিয়েছে। এর সঙ্গেই একটি প্রকল্প করে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ফোন দেওয়ার জন্য সভামঞ্চ থেকেই নির্দেশ দেন তিনি।

    এ দিনের সভা থেকে দুয়ারে সরকারের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। ৩৭টি প্রকল্প এ বার নিয়ে হবে। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।’

    ‘বাংলার বাড়ি' নিয়েও সভামঞ্চে বক্তব্যে রেখেছেন মুখ্যমন্ত্রী। ১৩ বছরে ৪৭ লক্ষ বাংলার বাড়ি হয়েছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটি সার্ভে রয়েছে, সেখানে দেখা গিয়েছে ২৮ লক্ষ মানুষ পেতে পারেন বাংলার বাড়ি। তাঁদের মধ্যে ১২ লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন। বাকি ১৬ লক্ষ নাগরিকও টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি।

    মুর্শিদাবাদে বহু বিড়ি কারখানা রয়েছে। এই জেলায় বহু মানুষ বিড়ি শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁদের জন্য এ দিনের সভা থেকে হাসপাতাল তৈরির আশ্বাস দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘হাসপাতাল তৈরি করার জন্য জায়গা দেখা হচ্ছে।’ আগামী ২ বছরের মধ্যে হাসপাতাল করে দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

    ওবিসি শংসাপত্র নিয়ে মামলার উল্লেখও করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস, ‘কোর্টের নির্দেশে যাঁদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, চিন্তা করবেন না। আমরাও বড় বড় আইনজীবী দিয়েছি। পলিটিক্স করে ২৬ হাজার শিক্ষককে বাতিল করা হয়েছে। তেমনই ওয়াকফ প্রপার্টি দখল করতে হবে, ওবিসি রিজ়ার্ভেশন কেড়ে নিতে হবে, এনআরসি করতে হবে, এগুলো বিজেপির কথা। আমি থাকতে এগুলো কখনও করতে দেব না।’ ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলছে। সেই কারণেই নিয়োগ বন্ধ হয়ে রয়েছে বলে জানিয়েছেন মমতা।

  • Link to this news (এই সময়)