আচমকা কুনকি হাতির আক্রমণ, ডুয়ার্সে মৃত্যু হল এক পাতা সংগ্রহকারীর...
আজকাল | ২০ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিনের কাজ ছিল কুনকি হাতির জন্য ঘাস ও পাতা সংগ্রহ করা। কিন্তু আচমকা সেই কুনকি হাতির আক্রমণেই প্রাণ গেল এক পাতা সংগ্রহাকারীর। জানা গিয়েছে, মৃতের নাম মাড়ো খাড়িয়া ওঁরাও (৩৬)। তিনি ডুয়ার্সের মেটেলি ব্লকের মূর্তি ভিলেজ এলাকার বাসিন্দা ছিলেন। গোরাতি জঙ্গলের কম্পার্টমেন্টে কুনকি হাতির জন্য ঘাস ও পাতা সংগ্রহ করা এবং হাতিকে খাওয়ানোর কাজ করতেন তিনি।
বনবিভাগ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে মাড়ো খাড়িয়া অন্যান্য দিনের মতো কুনকি হাতি চড়াতে নিয়ে গিয়েছিলেন। জঙ্গলে তাদের জন্য ঘাস ও লতাপাতা সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় একটি কুনকি হাতি তাঁকে আক্রমণ করে। হাতির আক্রণে গুরুতরভাবে জখম হন মাড়ো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অন্যান্য বনকর্মীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অন্য জায়গায় থেকে হাতিটিকে নিয়ে আসা হয়েছে। হাতিটির উপর নজর রাখা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্তের পর স্পষ্ট হবে।