মুর্শিদাবাদ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী, একাধিক প্রকল্পের শিলন্যাস করবেন মমতা...
আজকাল | ২০ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে চড়ে সোমবার দুপুরে মুর্শিদাবাদ সফরে গেলেন তিনি। সরকারি অনুষ্ঠানে মুর্শিদাবাদবাসীর জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস ও সহায়তা প্রদান করবেন তিনি।
নবাবের শহর লালবাগে এদিন মুখ্যমন্ত্রীর সভা। নবাব বাহাদুর ইনস্টিটিউশন-এর মাঠে সভা হবে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবার জন্য রবিবার থেকেই পরিস্থিতি খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যে সভাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখে একাধিক বৈঠক করেছেন, মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র এবং মুর্শিদাবাদের পুলিশ জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব।
লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে বাড়তি অক্সিজেন এনে দিয়েছে মুর্শিদাবাদ। এই জেলার তিনটি আসনেই রাজ্যের শাসক দল তৃণমূল জয়লাভ করে। তারপর থেকে নবাবের শহরে বাড়তি নজর দিয়েছে তারা। লোকসভা ভোটের পর প্রথমবার একাধিক প্রকল্প হাতে নিয়ে সোমবার মুর্শিদাবাদ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সাড়ে ১২টার পর মুখ্যমন্ত্রী এসে পৌঁছান ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। ঘন্টাখানেকের মধ্যেই তিনি পৌঁছে যাবেন মুর্শিদাবাদ।