ঘরে ফিরেই আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা, পুলিশকে একগুচ্ছ নির্দেশ জ্যোতিপ্রিয়র...
আজকাল | ২০ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঘরে ফিরেই আইনশৃঙ্খলা রক্ষায় জোর তৎপরতা শুরু করে দিলেন। থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বেআইনি মদ ও জুয়ার ঠেক বন্ধ-সহ একগুচ্ছ নির্দেশ দিলেন উত্তর ২৪ পরগনার হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বাসিন্দাদের আশা, হাবড়ার আইনশৃঙ্খলার পরিস্থিতি এবার উন্নত হবে।
সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বাড়ি ফেরার পরেই তিনি নিজের এলাকা সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন। তৃণমূল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করে তিনি জানতে পেরেছেন, গত ১৪ মাস ধরে হাবড়ার আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয়। গোটা বিধানসভা এলাকায় মদ, সাট্টা ও জুয়ার রমরমা শুরু হয়েছে বলে অভিযোগ। শহরের কয়েকটি পানশালা রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকলেও গভীর রাত পর্যন্ত চালু থাকছে। হাবড়া পোস্ট অফিস রোডের একটি পানশালা কার্যত সারারাত ধরে চলে। পুলিশের সঙ্গে মাসোহারার বন্দোবস্ত করে ওই পানশালায় নানা অসামাজিক কাজকর্ম হয় বলেও জ্যোতিপ্রিয়র কাছে অভিযোগ গিয়েছে।
পাশাপাশি হাবড়া রেল স্টেশন চত্বর-সহ বিভিন্ন এলাকায় সাট্টা ও জুয়ার রমরমা চলছে বলেও বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে অনেকে অভিযোগ করেছেন। সে সব কথা শোনার পর তিনি শক্ত হাতে হাবড়ার আইনশৃঙ্খলা মোকাবিলা করতে উদ্যোগী হয়েছেন। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে বিধায়ক হাবড়ায় আসবেন। শহরের ২৪টি ওয়ার্ডে তিনি সাধারণ কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। তার আগে তিনি হাবড়ায় 'আইনের শাসন' ফেরাতে চান। হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তীকে বেআইনি মদ, জুয়া ও সাট্টা বন্ধ করতে কড়া নির্দেশ দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। শহরের পানশালাগুলো যাতে আবগারি দপ্তরের বেঁধে দেওয়া সময়সীমার বাইরে চালাতে না পারে, তাও দেখতে বলেছেন।
জানা গিয়েছে, পুলিশকে জ্যোতিপ্রিয় সাফ জানিয়ে দিয়েছেন, হাবড়ার আইন শৃঙ্খলারক্ষায় কোনও অজুহাত মানা হবে না। যে কোনও মূল্যে শহরের পানশালাগুলোর বেআইনি কাজ বন্ধ করতে হবে। সাট্টা ও জুয়ার ঠেকগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।