মুর্শিদাবাদে নদী ভাঙন প্রতিরোধ নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতার, বরাদ্দ আরও ৬২.৬১ কোটি টাকা...
আজকাল | ২০ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ‘আগে বন্যা নিয়ন্ত্রণ করত কেন্দ্রীয় সরকার। কিন্তু এখন বন্যা হলে সামসেরগঞ্জ, ধূলিয়ান সহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকার চাষের জমি থেকে শুরু করে বাড়ি-ঘর ভাঙনের ফলে নদীগর্ভে তলিয়ে গেলেও কেন্দ্রীয় সরকার ফিরেও তাকায় না। ভাঙন প্রতিরোধের জন্য এখন সব কাজই রাজ্য সরকারকে করতে হয়। কিন্তু সেই টাকাও রাজ্যকে দেওয়া হয় না’। মুর্শিদাবাদে নদী ভাঙন প্রতিরোধ নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘ইতিমধ্যেই মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধের জন্য ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে। গঙ্গা-ভাগীরথী নদীর ভাঙন রোধের কাজে আরও বরাদ্দ ৬২.৬১ কোটি টাকা বরাদ্দ করা হল’। তাঁর দাবি, শুধু নির্বাচন আসলেই কেন্দ্রীয় মন্ত্রীদের দেখা যায়। তিনি বলেন, ‘নির্বাচন আসলেই বারবার দিল্লি থেকে ছুটে আসেন নেতা-মন্ত্রীরা। কিন্তু সেই সমস্ত মানুষ গুলোই যখন বন্যার কবলে পড়েন বা নদী ভাঙনে জমি, বাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়ে যান তখন তাঁরা কেউ ফিরেও তাকান না তাদের দিকে’।
উল্লেখ্য, সোমবার মুর্শিদাবাদের লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে জেলাবাসীর জন্য একগুচ্ছ নতুন প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর মধ্যে ১১২ টি প্রকল্পের উদ্বোধন হয় এদিন। পাশাপাশি, ৮৫টি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে আনন্দধারা প্রকল্প, শস্য বীমা প্রকল্প, কাঁসা শিল্প, স্বল্পমূল্যে পেঁয়াজ সংরক্ষণ, ব্যাটারিচালিত বর্জ পরিবহন গাড়ি, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মত বিভিন্ন প্রকল্পের সুবিধা তিনি সরাসরি তুলে দেন জেলার উপভোক্তাদের হাতে।