• ‘ফাঁসির দাবিতেই অটুট থাকব’, আরজিকরের রায়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর...
    আজকাল | ২০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্তমানে তিনি মালদা-মুর্শিদাবাদ সফরে রয়েছেন। সেখানে থেকেই মুখ্যমন্ত্রী মুখ খুললেন আরজি করের ঘটনায় শিয়ালদা আদালতের রায় নিয়ে। মুখ্যমন্ত্রী জানালেন, ‘পুরোটা এখনও শুনিনি। তবে জানতে পারলাম যাবজ্জীবন দেওয়া হয়েছে। আমরা প্রথম থেকেই ফাঁসির দাবি তুলেছিলাম। আমরা এখনও সেই দাবিতে অটুট আছি। তিনটে কেসে আমরা ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। এটা সিরিয়াস কেস। এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল।

    আমাদের হাতে কেসটা থাকলে অনেকদিন আগে ফাঁসির অর্ডার করিয়ে দিতে পারতাম। এই নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত’। উল্লেখ্য, আমৃত্যু কারাদণ্ড হল আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসক এবং ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এর পাশাপাশি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সোমবার দুপুর পৌনে ৩টে নাগাদ সাজা ঘোষণা করেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস।

    গত শনিবারের শুনানিতে আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়। সঞ্জয়কে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(ধর্ষণ), ৬৬(ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩(১) (খুন) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ১১ নভেম্বর থেকে শুরু হয় আরজি করের ঘটনার বিচারপ্রক্রিয়া। টানা ৬০ দিন চলল শুনানি।  আদালতে ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে সিবিআই। আরজি করের সেই ন্যক্কারজনক ঘটনার ১৬২ দিন পর ১৮ জানুয়ারি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। ২০ জানুয়ারি তাঁকে আমৃত্যু কারাদণ্ডের সাজা  দিল আদালত।
  • Link to this news (আজকাল)