ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পার্ক সার্কাস স্টেশন লাগোয়া গোডাউনে আগুন
আজকাল | ২০ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পার্ক সার্কাস স্টেশন লাগোয়া গোডাউনে ভয়াবহ আগুন। গোটা স্টেশন চত্বর ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। দমকল বাহিনী পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে স্টেশন চত্বরের পাশেই আগুন লেগে যাওয়ায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। প্রাথমিকভাবে আটটা ইঞ্জিন এলেও পরে আরও ছ'টি ইঞ্জিন এলাকায় আসে। আগুনের জেরে পার্ক সার্কাস শাখায় বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল।
পূর্ব রেলের তরফে জানানো হয়, পার্ক সার্কাস কর্ড লাইন অর্থাৎ শিয়ালদা মেন শাখার জন্য পার্ক সার্কাসের সংযোগ লাইনে আপাতত বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। তবে, শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুর ৩.৪৪ থেকে স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট-বালিগঞ্জ-পার্ক সার্কাস শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এমনকি, নিরাপত্তাজনিত কারণে ওভারহেড তারে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ চলাচল। ক্যানিং থেকে বারাসাতগামী লোকাল বালিগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে যাত্রীদের নিরাপত্তার কারণে।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)