• দুবরাজপুরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন প্রৌঢ়
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, সিউড়ি: দুবরাজপুরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক প্রৌঢ়। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার সকাল ৯টা নাগাদ দুবরাজপুরের নায়েকপাড়ার বাঁধা পুকুরে তিনি স্নান করতে নামেন। এরপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে বাসিন্দাদের দাবি। অনেক খোঁজাখুঁজির পর শেষে রবিবার রাতে ওই ব্যক্তির নিখোঁজের অভিযোগ স্থানীয় থানায় জানায় তাঁর পরিবার। এরপর আজ, সোমবার দুপুর একটা নাগাদ পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিস। পরিবার সূত্রে খবর, মৃতের নাম শিবু মেটে (৬০)। তাঁর বাড়ি দুবরাজপুরের নায়েকপাড়ার কাছে মেটে পাড়ায়। এটা খুন না কী নিছকই দুর্ঘটনা সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
  • Link to this news (বর্তমান)