• বক্সার রাঙামাটি জঙ্গলে দেখা মিলল জখম হাতির, বনদপ্তরের ধরার আগেই দিল চম্পট
    বর্তমান | ২০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আজ, সোমবার বক্সার রাঙামাটি বিটের জঙ্গলে হাতের নাগালে পেয়েও ফসকে গেল কয়েকদিন আগে জখম হওয়া মাকনা হাতিটি। কয়েকদিন আগেই এই জখম হাতিটি চলে এসেছিল কালচিনির দলসিংপাড়া পঞ্চায়েতের গোপালবাহাদুর বস্তিতে। জানা গিয়েছে, আজ সোমবার সকাল থেকেই রাঙামাটি বিটের জঙ্গলে কুনকি হাতি জোনাকি এবং মমতাজকে নিয়ে চিরুনি তল্লাশি শুরু করে বনদপ্তর। এরপর সেখানে দেখা মেলে মাকনা হাতিটির। কিন্তু দুই কুনকিকে দেখেই জঙ্গলের আরও গভীরে ঢুকে চম্পট দেয় সে। এদিকে হাতের কাছে নাগালের মধ্যে পেয়েও মাকনা হাতিটিকে ধরতে না পারায় কার্যতই হতাশ বনদপ্তরের কর্তারা। তবে তার খোঁজে অভিযান অব্যাহত থাকবে বলেই জানিয়েছে বনদপ্তর। কারণ, জখম থাকায় ওই হাতিটির ক্ষতস্থান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বনদপ্তরের আধিকারিকদের অনুমান জঙ্গলে সঙ্গিনীর জন্য লড়াইয়ের সময়ই কোন দাঁতালের হামলায় সে জখম হয়েছে। 
  • Link to this news (বর্তমান)