• 'খুবই দুর্ভাগ্যজনক, আর কী হলে...?' সঞ্জয়ের যাবজ্জীবনে হতাশ নির্যাতিতার বাবা বলছেন...
    ২৪ ঘন্টা | ২০ জানুয়ারি ২০২৫
  • কমলাক্ষ ভট্টাচার্য: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা শোনার পর 'হতাশ' নির্যাতিতার বাবা। জি ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে নির্যাতিতার বাবা বলেন, "খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কোন কেস বিরলতম? আর কী হলে তাকে বিরলতম বলা যায়— তাহলে গাইডলাইন দিক সুপ্রিম কোর্ট।"

    প্রসঙ্গত, সব মহলের দাবি ছিল ফাঁসির সাজার! তবে নৃশংস, বর্বরোচিত হলেও আরজি কর-কাণ্ডে মৃত্যুদণ্ড নয়, দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। সেই সঙ্গে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ। সিবিআই-এর তরফে এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে দাবি করা হলেও, আদালতে এদিন একথা ওঠে যে এটি বিরলতম নয়। সিবিআই-এর ফাঁসির সাজার দাবির পরিপ্রেক্ষিতে সঞ্জয় রায়ের আইনজীবী তাকে সংশোধনের সুযোগ দিয়ে অন্য কোনও সাজার আবেদন জানান। 

    সিবিআইয়ের দেওয়া তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এদিন সাজা ঘোষণা করেন বিচারক অনির্বাণ দাস। তবে সাজা ঘোষণার পরই বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। সিবিআই-এর উদ্দেশে তোপ দেগেছেন কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য। তাঁদের সবারই বক্তব্য গুরুতর পাপে লঘু সাজা হয়ে গেল! এজন্য সিবিআই-ই দায়ি। সিবিআই-এর ব্যর্থতা। আবার ঘুরিয়ে আন্দোলনকারী ডাক্তারদেরই একহাত নিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    যদিও সাজার পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য,"যথেষ্ট কঠোর সাজা দেওয়া হয়েছে। যারা ফাঁসি চাই বলছেন, সেটা অত্যন্ত মানবতা বিরোধী। গণতান্ত্রিক সভ্য দেশে ফাঁসি থাকাই উচিত নয়। বিচারপতি সঠিক যুক্তিসঙ্গত সাজা দিয়েছেন।" কিন্তু সাধারণ মানুষ অবশ্য এই রায়ে অখুশি। 

  • Link to this news (২৪ ঘন্টা)