• কং-জোটে সংশয়ের সুর সিপিএম পার্টি কংগ্রেসে, কারাতের ‘সমদূরত্ব’ নীতিতেই বামেরা?
    প্রতিদিন | ২০ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সম্পর্কে সংশয়ের সুর রেখেই পার্টি কংগ্রেসে যাচ্ছে সিপিএম। শুক্রবার থেকে নিউটাউনে শুরু হয়েছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। রবিবার বৈঠক শেষ হয়েছে। কংগ্রেস নিয়ে অবস্থানে দ্বিমত ছিল বৈঠকে। তামিলনাড়ু, কর্নাটক, কেরলের নেতারা কংগ্রেস সম্পর্কে কট্টর মনোভাব দেখিয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও বিহারের নেতারা কংগ্রেস সম্পর্কে নরম মনোভাব নিয়েছে।

    কংগ্রেস সম্পর্কে কড়া অবস্থান একসময়ে নিয়েছিলেন পার্টির প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। কারাতের লাইন ছিল বিজেপি ও কংগ্রেসের থেকে সমদূরত্ব। পরে সীতারাম ইয়েচুরির জমানায় কংগ্রেস সম্পর্কে নরম মনোভাব নেয় পার্টি। কংগ্রেসের সঙ্গে জোট গঠন হয় সর্বভারতীয় ক্ষেত্রে। বর্তমানে সীতারাম জীবিত নেই। সিপিএমের কেন্দ্রীয় কমিটির কো অর্ডিনেটর এখন প্রকাশ কারাত। ফলে কারাতের নেতৃত্বে পার্টি কংগ্রেসের আগে কংগ্রেস সম্পর্কে একটু কড়া মনোভাবই নিতে চলেছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। কারণ, বিজেপির বিরুদ্ধে মতাদর্শগতভাবে কংগ্রেসের লড়াই জোরদার নয়। তাছাড়া, কংগ্রেসের নরম হিন্দুত্বের মনোভাব। তবে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখার পুরোনো অবস্থান অবশ্য এখনই নিতে চাইছে না সিপিএম।

    কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিরোধী মঞ্চ ইন্ডিয়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। কিন্তু ইয়েচুরির প্রয়াণের পর প্রকাশ কারাতের দায়িত্বে তৈরি সিপিএমের রাজনৈতিক পর্যালোচনায় কংগ্রেস সম্পর্কে ভিন্ন সুরই শোনা গিয়েছে। পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক পর্যালোচনায় কংগ্রেসের সঙ্গে সিপিএমের আর্থিক নীতিগত অবস্থানের ফারাক স্পষ্ট করার কথা বলা হয়েছে। কংগ্রেস যদি সাম্প্রদায়িক হিন্দুত্বের প্রশ্নে আপস করে তাহলে কংগ্রেসের সমালোচনা করতে হবে। বিজেপিকে পরাজিত করতে কংগ্রেসের হাত ধরার কথা সরাসরি বৈঠকে সিদ্ধান্ত হয়নি। তবে রাজ্যের পরিস্থিতি অনুযায়ী নির্বাচনী সমঝোতার দরজা এখনও পর্যন্ত খোলা রাখা হয়েছে সিপিএমের তরফে কংগ্রেসের জন্য।

    অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করলেও বিজেপির রাজনৈতিক ও মতাদর্শগত মোকাবিলায় আরও নজর দিতে হবে। কারণ, তৃণমূলকে মানুষের বড় অংশ বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি হিসেবে দেখছে। এপ্রিলে মাদুরাইয়ে সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেস। এই প্রথম নির্বাচনী কৌশলের পর্যালোচনা রিপোর্ট প্রকাশ্যে আনছে সিপিএম। নিউটাউনে চলা সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে পার্টি কংগ্রেসের প্রাক্কালে রাজনৈতিক রণকৌশল লাইন সংক্রান্ত খসড়া চূড়ান্ত হয়েছে। পাশাপাশিই, গত পার্টি কংগ্রেস থেকে এই পর্যন্ত যে যে নির্বাচনী কৌশল নেওয়া হয়েছিল, তা নিয়ে পর্যালোচনা ও সংগঠনিক অবস্থা কি রয়েছে, তারও পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে আনা হতে চলেছে। রবিবার প্রকাশ কারাত জানান, “তিনদিনের বৈঠকে আসন্ন পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব চূড়ান্ত হয়েছে। জনসাধারণের মতামত ও আলোচনার জন্য ১ ফেব্রুয়ারি এই খসড়া প্রকাশ করা হবে।” কলকাতার তিন দিনের বৈঠক থেকেই রাজনৈতিক খসড়া গৃহীত হয়েছে। অর্থাৎ, পার্টির রক্তক্ষরণ বন্ধের দাওয়াই খুঁজতে এই প্রথম জনগণের মতামত চাওয়া হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)