• চোরাপথে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
    প্রতিদিন | ২০ জানুয়ারি ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: সীমান্ত পেরিয়ে নদিয়ার দালালের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। গতকাল রাতে চোরাপথে ফের বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন তাঁরা। সেসময় পুলিশের হাতে ধরা পড়ে যান। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানা এলাকায়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস আগে বাংলাদেশ থেকে সীমান্ত থেকে পেরিয়ে চোরাপথে এদেশে এসেছিলেন ওই দুই যুবক। জানা গিয়েছে, ধৃত বাংলাদেশিদের নাম অনুপ চক্রবর্তী ও প্রীতম বিশ্বাস। নদিয়ার হাঁসখালি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসে ওঠেন। পরে পুলিশের জেরায় জানা যায়, কোনও আত্মীয় নয়, দালাল হাসানুর মণ্ডলের বাড়িতে তাঁরা দুজনে থাকছিলেন। এদিকে রানাঘাট জেলা পুলিশ অনুপ্রবেশ ইস্যুতে ওইসব এলাকায় তল্লাশি অভিযান চালাতে শুরু করেছে। বেশ কিছু অনুপ্রবেশকারী ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছেন।

    সেই আবহে গতকাল রাতে ওই দুই যুবক ফের বাংলাদেশ ফেরার জন্য সীমান্ত পেরনোর পরিকল্পনা করেন। ওই দালালকে সঙ্গে নিয়ে তাঁরা রাতে সীমান্তের দিকে যাচ্ছিলেন। গোপন সূত্রে পুলিশের কাছে সেই খবর যায়। হাঁসখালি থানার পুলিশ ওই তিনজনকে তাড়া করে ধরে। রাস্তাতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। ওই দুই যুবক কোনও বৈধ কাগজপত্রই দেখাতে পারেননি। পরে পুলিশের জেরায় স্বীকার করেন, বাংলাদেশে ফিরছিলেন তাঁরা। ধৃতদের বাড়ি বাংলাদেশের নোয়াখালি এলাকায়। পুলিশ দালাল-সহ ওই তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের এদিন আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়।

    কোন উদ্দেশ্যে তাঁরা সীমান্ত পেরিয়ে নদিয়ায় আশ্রয় নিয়েছিলেন? কতদিন ধরে ওই দুই যুবক গা ঢাকা দিয়েছিলেন? এপারে কোনও নকল কাগজপত্র তৈরি হয়েছিল কি? ধৃত ওই পাচারকারী আর কতজনকে ঘুরপথে এপারে নিয়ে এসেছেন? সেসব বিষয় জানতে চাইছেন তদন্তকারীরা। এর আগে শুক্রবার হাঁসখালি থানা এলাকা থেকেই তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছিলেন।
  • Link to this news (প্রতিদিন)