বয়স হয়েছে হাওড়ার দুই রেলব্রিজের, ভেঙে ফেলার সিদ্ধান্ত
হিন্দুস্তান টাইমস | ২০ জানুয়ারি ২০২৫
সালকিয়ার বেনারস ব্রিজ ও চাঁদমারি ব্রিজ। হাওড়ার শতাব্দীপ্রাচীন দুটি রেল ব্রিজ। সেই রেলব্রিজ দুটিকে এবার ভেঙে ফেলা হবে বলেই খবর। তবে এখনই নয়। পুরনো সেতুর পাশেই নতুন রেলব্রিজ তৈরি হচ্ছে। সেই রেলব্রিজ তৈরি হয়ে গেলেই পুরনো ব্রিজকে ভেঙে ফেলা হবে। তবে এই রেলব্রিজ ভেঙে ফেলার কাজ করবে রাজ্য সরকার। সেক্ষেত্রে এই রেল ব্রিজ ভেঙে ফেলার সময় ট্রেন কিছুটা ঢিমেতালে চলতে পারে। মূলত সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হবে।
অনেকটাই বয়স হয়েছে এই দুটি ব্রিজের। বেনারস ব্রিজের বয়স ১২০ বছর। চাঁদমারি ব্রিজের বয়স প্রায় ৯০ বছর। এদিকে এত বয়সের ব্রিজে কিছুটা সমস্যা হতে পারে। এই ব্রিজ দিয়ে ট্রেন চলাচলের সময় কিছুটা সমস্যা হয়। সেকারণেই এবার ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত।
এদিকে সূত্রের খবর, এই ব্রিজ ভেঙে ফেলার পরে অনেকটা জায়গা মিলবে। সেক্ষেত্রে আরও ৭টা প্লাটফর্মের সম্প্রসারণের কাজ করা হবে।
এদিকে নতুন ব্রিজ তৈরি হলে সেখানে লাইন পাতার জায়গাও বাড়বে। সিগন্যালের পয়েন্টও বাড়বে। এর জেরে দূরপাল্লার ট্রেন যাওয়ার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। বর্তমানে আরও আধুনিক, আরও দ্রুত গতি সম্পন্ন ট্রেন আসছে। এই নতুন ব্রিজগুলি দিয়ে ট্রেন চলাচলের আরও সুবিধে হবে।