রেল পরিষেবার কথা মাথায় রেখে শতাব্দী প্রাচীন দু’টি রেল ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হাওড়া স্টেশন থেকে টাইম টেবিল মেনে ট্রেন চালানো ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালকিয়ায় ১২০ বছরের পুরোনো বেনারস সেতু যেমন ভাঙা হবে, হাওড়া ময়দানের কাছে ৯১ বছরের পুরোনো চাঁদমারি ব্রিজও ভাঙা হবে। মূলত হাওড়া স্টেশনের মুখে ট্রেন লাইন সম্প্রসারণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানান, এই দুই ব্রিজের পাশেই নতুন করে ব্রিজ তৈরি করছে রেল।
বেনারস সেতুর নীচে ট্রেন চলাচলের জন্য ৩৬ মিটার জায়গা ছিল, তা বাড়িয়ে ৬৬ মিটার করা হচ্ছে। একই ভাবে চাঁদমারি ব্রিজের নীচে লাইনের জন্য বরাদ্দ ৬০ মিটার জায়গা বাড়িয়ে ১৩৪ মিটার করা হচ্ছে। এ ছাড়াও হাওড়া রেল ইয়ার্ডের কাছে তৈরি হচ্ছে চার তলা বাড়ি। সেখান থেকেই ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করা হবে।
হাওড়া স্টেশনের গুরুত্ব নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। গোটা রাজ্য তো বটেই, দেশের বহু গুরুত্ব লাইনকে জুড়ে রেখেছে এই রেল স্টেশন। প্রতিদিন প্রায় ১০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। দূরপাল্লার ট্রেন থেকে লোকাল, সব মিলিয়ে আপ ডাউনে প্রায় ৬০০টি ট্রেন চলে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম জানান, হাওড়া স্টেশনে পূর্ণ দৈর্ঘ্যের একাধিক প্ল্যাটফর্মও তৈরি করা হচ্ছে। ট্রেন দাঁড়াতে সুবিধা হবে তাতে।