কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পার হতে গিয়ে চরম বিপত্তি। ট্রেনের নীচে ঢুকে গেলেন যুবক। সোমবার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেল শিয়ালদহ-বনগাঁ শাখার বামনগাছি স্টেশনে।
স্টেশনে থাকা অন্যান্য যাত্রী ও ব্যবসায়ীরা এই ঘটনা দেখে রীতিমতো চিৎকার জুড়ে দেন। সেই চিৎকার শুনে ওই যুবককে বাঁচাতে ততক্ষণে ইমার্জেন্সি ব্রেক কষেন ট্রেনের চালক। এর পরেই কিছু যাত্রী এবং স্টেশনের কয়েকজন ব্যবসায়ী টেনে তোলেন ওই যুবককে। তাঁকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।
ঠিক কী ঘটেছিল বামনগাছি স্টেশনে?
সোমবার ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ৩৮ মিনিট। ডাউন বনগাঁ লোকাল ঢুকছিল বামনগাছি স্টেশনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ে ওই যুবক কানে হেডফোন দিয়ে লাইন পার হচ্ছিলেন। ট্রেন আসার শব্দ তাঁর কানে পৌঁছয়নি। তিনি ছিটকে পড়ে যান ট্রেনের নীচে। গুরুতর আহত হয়েছেন তিনি, জানা গিয়েছে এমনটাই।
তাঁর পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ। সমস্ত নিয়ম মেনে রেল লাইন পার করার জন্য বারবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে রেলের তরফে। লাগাতার প্রচারও চালানো হয়। তার পরেও এই ধরনের ঘটনায় ব্যক্তি সচেতনতার উপর প্রশ্ন উঠছে।
বামনগাছি স্টেশনে উপস্থিত এক যাত্রী বলেন, ‘এ ক্ষেত্রে পুরো দোষ ওই যুবকের। যদি চালক ইমার্জেন্সি ব্রেক না কষত সে ক্ষেত্রে ঘটনাস্থলেই ওর মৃত্যু হতে পারত। সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবেও একটু সচেতন হতে হবে।’ একই মত স্টেশনের অন্য যাত্রীদের।