সোমবার সন্ধ্যায় জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়। সন্ধ্যা ৬.৩০ নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তাঁকে ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁর সিওপিডি-র কারণে শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে বলে খবর। সঙ্গে কিডনির গন্ডগোলও রয়েছে।
প্রেসিডেন্সি জেলে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন পার্থ। জেলের চিকিৎসকেরা তাঁর পরীক্ষা করেন। এর পরেই তাঁকে এসএসকেএম-এ পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগেও প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়েছিলেন পার্থ।
২০২২ সালে জুলাই মাসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। দক্ষিণ কলকাতায় নাকতলার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছিলেন ইডি আধিকারিকেরা। গ্রেপ্তারির পরেও পার্থকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বছরের ১৩ ডিসেম্বর ইডির মামলায় পার্থকে জামিন দিতে নিম্ন আদালতকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ১ ফেব্রুয়ারির মধ্যে প্রাক্তন মন্ত্রীকে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চার্জ গঠন শেষ করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করে ফেলার জন্য নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ইতিমধ্যে চার্জ গঠন হয়ে গিয়েছে নিম্ন আদালতে। গত সপ্তাহে মঙ্গলবার থেকে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ শুরু হয়েছে।