বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। গ্রেনেড বিস্ফোরণ পশ্চিম বর্ধমানের কাঁকসায়। রবিবার দুর্গাপুরে অজয় নদের কাছে উদ্ধার হয় একটি পরিত্যক্ত গ্রেনেড। সেটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। গ্রেনেডটি প্রায় ৫০ বছরের পুরোনো বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, কাঁকসা থানার রাউথডিহিতে অজয় নদের কাছে একটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হওয়ার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে এসে জায়গাটিকে ঘিরে রাখে।
এর পরেই পুলিশের তরফে খবর দেওয়া হয় প্রতিরক্ষা বিভাগকে। প্রতিরক্ষা বিভাগের একটি দল এসে সেই গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করে। মেজর (৩১ এফএডি) সম্রাট ঘোষ বলেন, ‘আমরা খবর পেয়ে গ্রেনেডটি অজয় নদের ধার থেকে উদ্ধার করি। তার পরেই এটি নিষ্ক্রিয় করা হয়। এটি ১৯৭৬ সালের দেশীয় গ্রেনেড। এটি কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।’
প্রসঙ্গত, কয়েক মাস আগে কোচবিহার জেলা আদালতের মালখানা থেকে উদ্ধার হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হ্যান্ড গ্রেনেড। যা মূলত ব্যবহার করে থাকে ভারতীয় সেনাবাহিনী। গ্রেনেড নিষ্ক্রিয় করার জন্য বিন্নাগুড়ি সেনাছাউনি থেকে যায় সেনাবাহিনীর একটি দল। সেটিকে নিরাপদে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।