খুনে জড়িত কাউকেই ছাড়া হবে না, মালদার নিহত তৃণমূল নেতার স্ত্রী'র সঙ্গে সাক্ষাতের পর জানালেন মুখ্যমন্ত্রী ...
আজকাল | ২১ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মালদার নিহত তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের বাড়ি গিয়ে ৪০ মিনিট তাঁর স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার মালদা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী চলে যান দুলালের বাড়ি। এদিন মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে দুলাল ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া নরেন্দ্রনাথ তিওয়ারির ফাঁসি চাই বলে স্লোগান দেন।
চৈতালি ঘোষ সরকারের সঙ্গে কথা বলে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই খুনের ঘটনায় যে যত বড়ই মাথা থাকুন না কেন দ্রুত পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রাজ্য পুলিশের ডিজি'র সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। নিহত দুলাল যে মুখ্যমন্ত্রীর খুব স্নেহের ছিল সে বিষয়টি তুলে মমতা বলেন, তিনি মালদায় এলেই দুলাল তাঁর সঙ্গে দেখা করতেন। দলের পুরনো কর্মী ও সক্রিয় নেতা।
এদিন মুখ্যমন্ত্রীর কাছে চৈতালি ঘোষ সরকার কান্নায় ভেঙে পড়েন বলে জানা যায়। চৈতালি বলেন, 'এই ঘটনায় মুখ্যমন্ত্রী দুঃখিত এবং বাকরুদ্ধ। সেই কথাই তিনি এদিন এই একান্ত আলাপচারিতায় জানালেন। সেইসঙ্গে তিনি জানান, যারা আমার স্বামীর খুনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতের পর আমার মনোবল অনেকটাই বাড়ল।' এদিন লোকসভা ভোটে মালদায় তৃণমূলের ফলাফল উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, লোকসভা ভোটে আমরা একটি আসনও পাইনি।'