• ১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাসন্তিতে নাবালিকার রহস্যমৃত্যু। জানা গেছে ১২ দিন নিখোঁজ থাকার পর চাষের জমিতে ওই নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার উত্তর চুনাখালি এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গেছে অষ্টম শ্রেণির পড়ুয়া ওই নাবালিকা ১০ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরিও করা হয়। সোমবার দুপুরে নাবালিকার বাড়ির অদূরে একটি জলাজমিতে একটি হাত দেখতে পান এক কৃষক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। দেখা যায়, দেহটি ওই নাবালিকার। স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

    পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে প্রমাণ লোপাটে নাবালিকার দেহ জমিতে পুঁতে দেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই ছাত্রীকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

    এদিকে, পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল নাবালিকাকে। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। স্থানীয় কয়েকজন যুবকই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি পরিবারের। এদিকে ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
  • Link to this news (আজকাল)