• পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি:‌ হুগলি চুঁচুড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন না পেয়ে অবস্থানে বসলেন পুরসভায়।গত ডিসেম্বর মাসে দেখা গেছে দু’‌মাসের বেতন না পেয়ে পুরসভার শ্রমিক কর্মচারীদের আন্দোলন। কাজ বন্ধ করে দেওয়া হয় দিনের পর দিন। চারিদিকে জঞ্জাল পড়ে শহর আস্তাকুঁড়ে পরিণত হয়।অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজ্য সরকার তিন কোটি টাকা দিলে সেই টাকায় দু’‌মাসের বেতন হয় শ্রমিক কর্মচারীদের।এবার অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংগঠন পৌর পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আন্দোলনে নামল। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ–সভাপতি সুবোধ চন্দ্র গাঙ্গুলি বলেন ‘‌আমরা প্রতি মাসে ১০ তারিখে পেনশন পাই। জানুয়ারি মাসের কুড়ি তারিখ হয়ে গেল পেনশন এখনো পাইনি। প্রবীণ মানুষদের ওষুধ কেনার টাকা নেই। পুরসভা থেকে প্রশাসনের সর্বত্র জানিয়েও আমরা পেনশন পাচ্ছি না। তাই আন্দোলনে নেমেছি। প্রতিদিন আমরা দু’‌ঘণ্টা করে পুরসভার গেটে অবস্থান করবো। যতদিন না পেনশন হয়।’‌ 

    প্রসঙ্গত, পুরসভায় ৪১২ জন অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পান।পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, ‘‌সরকারি চল্লিশ শতাংশ যে টাকা সেটা পেনশনারদের দেওয়া হয়েছে। পুরসভার ষাট শতাংশ বাকি আছে। এই টাকা জোগাড় হলেই দিয়ে দেওয়া হবে।’‌ যদিও চেয়ারম্যানের দাবি অসত্য বলে জানান পেনশনার্সরা। 

    প্রাক্তন কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র বলেন, ‘‌পুরসভার ফান্ডের অবস্থা খারাপ। তবুও চেষ্টা করা হচ্ছে যাতে পেনশন দিয়ে দেওয়া যায়। আমরা প্রত্যেকেই চেষ্টা করছি পুরসভার আর্থিক সমস্যা দূর করার।’‌ 
  • Link to this news (আজকাল)