• নাবালকের‌ যৌন‌ হেনস্থার অপরাধে দোষীর ২০ বছরের সাজা ঘোষণা জেলা আদালতের! এই প্রথম এত বড় মাপের সাজা‌ এখানে...
    ২৪ ঘন্টা | ২১ জানুয়ারি ২০২৫
  • প্রদ্যুত দাস: এক নাবালককে‌ যৌন হেনস্থার‌ অভিযোগে‌ ২০ বছরের সশ্রম কারাদণ্ড হল অভিযুক্ত যুবকের। সোমবার জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক এই সাজার‌ কথা ঘোষণা করেন।

    কোন‌ও নাবালককে‌ যৌন‌ হেনস্থার ঘটনায় জলপাইগুড়ি জেলা আদালতে এই প্রথম এত বড়মাপের সাজা‌ হল‌ কোন‌‌ও আসামির। চা-বাগানে নিয়ে গিয়ে ৭ বছরের ওই নাবালকের উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ২০১৯ সালের ২৯ অক্টোবরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়। 

    স্থানীয় একটি কালী পুজোর মণ্ডপের পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল ৭ বছরের ওই নাবালক। ওই সময় পাড়ার এক যুবক তার হাতে‌ পাঁচ টাকা দিয়ে এলাকার একটি চা-বাগানে ঘুরতে নিয়ে যায়। তারপর সেখানে তার উপর যৌন নির্যাতন চালায় ওই যুবক। এতে গুরুতর‌ অসুস্থ হয়ে পড়ে ওই নাবালক। বাড়ির লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে আসে।

    সেদিন‌ই রাজগঞ্জ থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। সেই মামলার সাজা ঘোষণা হয় সোমবার। জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, জলপাইগুড়ি জেলা আদালতে বিচারকের এই রায়ের ঘটনা খুবই বিরল। কোন‌ও নাবালকের উপর‌ যৌন‌ নির্যাতনের সাজা ঘোষণা জলপাইগুড়িতে এটাই প্রথম। অভিযুক্ত যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আসামিকে‌ আ‌রও এক মাস জেলে থাকতে হবে। এক‌ই সঙ্গে নির্যাতিত নাবালককে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা আইনি সহায়তা কেন্দ্রকে আদেশ দিয়েছেন বিচারক।

  • Link to this news (২৪ ঘন্টা)