• সাঁড়াশি অভিযানে বাংলা ছাড়ল জিনাত প্রেমিক! এবার ঘাটশিলায় রয়্যাল বেঙ্গল আতঙ্ক
    প্রতিদিন | ২১ জানুয়ারি ২০২৫
  • সুমিত বিশ্বাস, পুরুলিয়া: টানা ৮ দিন বাংলায় চড়কিপাক। এক জঙ্গল থেকে আরেক জঙ্গল। রীতিমতো হন্যে হয়ে জিনাতকে খুঁজে না পেয়ে বনদপ্তরের সাতদিনের বাঘবন্দি অভিযানের সাঁড়াশি আক্রমণে আবার ঝাড়খণ্ডে ফিরে গেল তার পুরুষসঙ্গী। যে পথ দিয়ে সে বাংলায় প্রবেশ করেছিল সেই পথ অর্থাৎ হাতির করিডর দিয়েই দলমা বন্যপ্রাণ অভয়ারণ্য লাগোয়া জামশেদপুর বনবিভাগের ঘাটশিলা বনাঞ্চলে ঢুকে যায়।
  • Link to this news (প্রতিদিন)