• থাকছেন মমতার সভায়, তৃণমূলে যোগ দিতে দিল্লি ছেড়ে বাড়ির পথে বার্লা
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৫
  • এই সময়,আলিপুরদুয়ার: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। ২৩ জানুয়ারি আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির থাকার জন্য জেলা প্রশাসনের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছেন এই বিতর্কিত আদিবাসী নেতা।

    তাই দিল্লির এইমস হাসপাতালে ভর্তি স্ত্রীকে ফেলে রেখেই ২২ জানুয়ারি জলপাইগুড়ির বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে ফিরছেন তিনি। তবে হাসিমারায় সরকারি অনুষ্ঠান থাকায় ওই দিনই তৃণমূলের পতাকা হাতে নেওয়ার সুযোগ পাচ্ছেন না প্রাক্তন সাংসদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দিদির বেছে দেওয়া দিনেই আমি তৃণমূলে যোগদান করব। সরকারি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী যে সম্মান দেখিয়েছেন, তাতে আমি আপ্লুত।’

    গত লোকসভা ভোটে আলিপুরদুয়ার আসনে বিজেপি তাঁকে টিকিট না দেওয়ার পরই গোঁসাঘরে গিয়েছিলেন বার্লা। তাঁকে বাদ দিয়ে আসনটি ধরে রাখতে পারলেও ব্যবধান অনেকটাই কমে যায় বিজেপির। তারপরই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। দলীয় কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে ফাটল একেবারে বেআব্রু হয়ে পড়ে।

    সুকান্ত মজুমদারের দৌত্যেও বিজেপি প্রার্থীর হয়ে একদিনের জন্যও প্রচারে নামেননি বার্লা। বরং তৃণমূলের পাশে থাকার বার্তা দেন। এই পরিস্থিতিতে তাঁর তৃণমূলে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল। সেটাই আগামী কয়েক দিনের মধ্যে বাস্তবায়িত হতে চলেছে। পুরনো দলের বিরুদ্ধে তোপ দেগে এদিন বার্লা বলেন, ‘বিজেপি ডুয়ার্সের আদিবাসীদের সঙ্গে ছলনা করেছে। চা বাগানে বোনাস চুক্তি গত বারের ২০ শতাংশ থেকে কমে ১৬ শতাংশ হয়েছে। আমাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে। যেখানে সম্মান নেই সেখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আমি মুক্ত বাতাস নিতে চাই। সেই পরিবেশ তৃণমূলে আছে।’

    এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘এটা তো হওয়ারই ছিল। এর ফলে আমাদের সংগঠনের কোনও ক্ষতি হবে না।’ তবে বার্লার যোগদান নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল নেতারা।

  • Link to this news (এই সময়)