• মিটিং-মিছিলের জন্য রাজ্যকে জায়গা চিহ্নিত করতে নির্দেশ
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৫
  • এই সময়: রাজ্যের প্রবল আপত্তি সত্ত্বেও শর্ত সাপেক্ষে শহিদ মিনারের নীচে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই অনুমতি দেওয়া নিয়ে সোমবার দীর্ঘ শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। বিচারপতি ঘোষ রাজ্যকে পরামর্শ দেন, কলকাতায় কোনও মিটিং–মিছিল করার জন্য আগে জায়গা চিহ্নিত করতে হবে রাজ্যকে।

    তবে সেই জায়গা হতে হবে সেন্ট্রাল কলকাতার অর্থাৎ শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত ধর্মতলা বা তার সংলগ্ন চত্বরের বাইরে। বিচারপতির পর্যবেক্ষণ, ‘ধর্মতলাকে কেন্দ্র করে সব রাজনৈতিক ও অরাজনৈতিক দলই নিজেদের প্রচারের জন্য অবস্থান, ধর্না বা মিছিল করতে চায়। আর তার ফলে নাগরিকদের সমস্যা তীব্র হয়। তাই আদালতও চায় না, ধর্মতলাকে কেন্দ্র করে কোনও অবস্থান–বিক্ষোভ হোক।’ যদিও যত দিন না সেই ব্যবস্থা হচ্ছে, তত দিন সবদিক বিচার করেই যে বিরোধীদেরও সভা করার অনুমতি দিতে হবে, তা স্পষ্ট করে দেয় হাইকোর্ট।

    দলের বর্ষপূর্তি উপলক্ষে শহিদ মিনারের নীচে আজ, মঙ্গলবার ২১ জানুয়ারি সভার জন্য অনুমতি চায় আইএসএফ। পুলিশ অনুমতি দেয়নি। হাইকোর্ট যাতে এক্ষেত্রে অনুমতি না–দেয়, সে জন্য এ দিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ঘণ্টার পর ঘণ্টা সওয়াল করেন। রাজ্যের যুক্তি, দু’বছর আগে এই সংগঠনের উদ্যোগে ধর্মতলার সভা থেকে ব্যাপক গোলমাল হয়েছিল।

    সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। যদিও বিচারপতি ঘোষের বক্তব্য, সেই ঘটনায় অভিযুক্ত যে ১৮ জন, তাঁদের এই সভায় না ঢুকতে দেওয়ার নির্দেশ দিতে পারি। কিন্তু দু’বছর আগে একটা ঘটনা ঘটেছে বলেই সেই সংগঠনকে নিষিদ্ধ করা যায় না। এরপরেই আদালত মিটিং–মিছিলের জন্য রাজ্যকে পৃথক জায়গা চিহ্নিত করার নির্দেশ দেয়।

  • Link to this news (এই সময়)