• সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের, মামলা দায়েরের অনুমতি
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৫
  • আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের। রাজ্য যে সর্বোচ্চ শাস্তি চাইবে, তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে।

    সোমবার এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমি আদালতের রায় দেখে স্তম্ভিত। এই ঘটনাকে বিরলতম ঘটনা মনে করা হচ্ছে না। আমি মনে করি, এই ঘটনাটি অবশ্যই বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যেখানে মৃত্যুদণ্ড প্রয়োজন ছিল। কী ভাবে এই ঘটনাকে বিরলতম নয় বলে ঠিক করা হলো? আমরা মৃত্যুদণ্ডের সাজা চাইছি এই ধরনের ঘৃণ্য অপরাধের জন্য।’

    তিনি আরও বলেন, ‘গত ৩-৪ মাসে এই ধরনের ঘটনায় দোষীদের ফাঁসির সাজা আমরা নিশ্চিত করতে পেরেছি। আমরা দোষীর মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে যাব।’

    উল্লেখ্য, সোমবার শিয়ালদহ আদালত আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেয়। সঞ্জয়ের সাজা নিয়ে ওই দিনই অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মালদায় দাঁড়িয়ে বলেন, ‘ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।’ তারপরেই হাইকোর্টে যাওয়ার কথা বলেছিলেন তিনি।

    প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণের পরে খুন করা হয় তাঁকে। ওই ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়।

  • Link to this news (এই সময়)