উদ্ধার গৃহবধূর দেহ, মেয়ের স্বামীর বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ করলেন মৃতার বাবা-মা, জানুন...
আজকাল | ২১ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আসমীরা সর্দার, বয়স ২১। যুবতীর মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ তাঁর বাবা-মায়ের। ঠিক কী ঘটেছে? স্বাথীয় সূত্রে জানা গিয়েছে, আসমীরা সর্দার নামের ওই যুবতীর দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্বামী স্ত্রী বিবাদের জেরে মৃত্যু গৃহবধূর। ক্যানিং-এর সুন্ধিপুকুরিয়া এলাকার ঘটনায় আসমীরার পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।
অভিযোগ, বছর তিনেক আগে বারুইপুরের বৃন্দাখালির বাসিন্দা আসমীরার বিয়ে হয় মিজানুরের সঙ্গে। বিয়ের পর থেকেই পনের টাকার জন্য লাগাতার চাপ দিত মিজানুর। বেশ কয়েকবার কষ্ট করে টাকা যোগাড় করে দিয়েছিলেন আসমীরার বাবা আসমত মোল্লা। মেয়ে-হারানো পরিবারের অভিযোগ, মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কঠোর শাস্তি দাবি করছেন তাঁরা।
ঘটনার পর থেকে পলাতক মৃতার স্বামী মিজানুর সর্দার। পরিবারের সদস্যরা ঐ গৃহবধূকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।