বাসন্তীতে নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় ধৃত দুই, মঙ্গলবারই তোলা হবে আদালতে
আজকাল | ২১ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১২ দিন নিখোঁজ থাকার পর বাসন্তীতে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার উত্তর চুনাখালি এলাকার ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছিল। সোমবার দেহ উদ্ধারের পরেই তদন্ত শুরু করে পুলিশ। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা ওই এলাকার বাসিন্দা।
ধৃতদের নাম বুদ্ধদেব ভট্টাচার্য ও দীপেন কয়াল। মৃতদেহ উদ্ধারের পর এলাকায় গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। সেখানেই এই দু’জনের নাম উঠে আসে। তারপরই তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।প্রসঙ্গত, চাষের জমিতে ওই নাবালিকার মৃতদেহ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে। খুনের জায়গা মৃতদেহ উদ্ধারের পরই ঘিরে ফেলে পুলিশ। এলাকায় রয়েছে পুলিশি পাহারা। মঙ্গলবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হবে। ধৃতদের সঙ্গে ওই নাবালিকার কতটা যোগাযোগ ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জানা গেছে ১০ জানুয়ারি থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। সোমবার দুপুরে বাড়ির অদূরে একটি জলাজমিতে একটি হাত দেখতে পান এক কৃষক। তারপরই মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের তরফে নিখোঁজ ডায়রিও করা হয়েছিল।