• ‘রেয়ার, সেনসেটিভ, ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম’, আরজি করের ঘটনাকে এ ভাবেই বর্ণনা মমতার
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৫
  • আরজি করের ঘটনাকে ‘রেয়ার, সেনসেটিভ, ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম’ অর্থাৎ, বিরল, স্পর্শকাতর ও অত্যন্ত জঘন্য অপরাধ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। আদালতের কাছে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে মনে হয়নি। মঙ্গলবার মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ তুলেই বলেন, ‘অপরাধ করে কেউ যদি বেঁচে যায়, সে তো আবার অপরাধ করার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়।’ আর সে কারণেই পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল আনা হয়েছে বলেও এ দিন জানান মমতা।

    আরজি করের ঘটনায় প্রথম থেকেই ফাঁসির পক্ষে সওয়াল করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির দাবিতে পথেও নামেন। এমনকী শিয়ালদহ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টেরও দ্বারস্থ হয় রাজ্য। যাবজ্জীবন কারাবাসের বদলে সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবি জানানো হয়েছে।

    মালদার সভা থেকেও এ দিন সেই কথাই বলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘কেউ এত পাশবিক, দানবিক হলে, সমাজ কি মানবিক হতে পারে? মা, বোনের স্বার্থে সমাজকে মানবিক করতে হবে। তাই অপরাজিতা বিল পাশ করেছি বিধানসভায়। আমরা সেখানে মৃত্যুদণ্ড রেখেছি। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই বিল ফেলে রেখে দিয়েছে। আমরা চাই এই বিল একটা মডেল তৈরি হোক।’

    মমতার সংযোজন, ‘যাবজ্জীবন মানে কী? অনেক কেসে আমরা দেখেছি ২-৩ বছরে বেরিয়ে যায়, প্যারোলে বেরিয়ে যায়। অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেবো? এই কেসটায় আমি সত্যিই শকড!’ একই সঙ্গে প্রশ্ন তোলেন, কেন এটা বিরলের মধ্যে বিরলতম নয়।

  • Link to this news (এই সময়)