• ব্যারাকপুরে অতীন্দ্র সিনেমা হলের পাশে ভয়াবহ আগুন
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৫
  • ব্যারাকপুরে অতীন্দ্র সিনেমা হলের পাশে ভয়াবহ আগুন। সিনেমা হলের পাশে নাম করা বিরিয়ানির দোকান ও বিপণি। মঙ্গলবার আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় সেই দোকান। সঙ্গে আগুনের লেলিহান শিখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসরুট এটি। নামকরা বিরিয়ানির দোকান দাদা-বৌদিও কয়েক পা দূরেই। আতঙ্কে রাস্তায় ছোটাছুটি শুরু হয়ে যায় আগুন লাগার খবরে। ভিড় জমে যায় রাস্তার ধারে। খবর পেয়ে তড়িঘড়ি হাজির হয় দমকলের একটি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন আসে।

    ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ঘোষপাড়া রোডের উপর দীর্ঘ দিনের পুরোনো অতীন্দ্র সিনেমা হল। এখন এই সিনেমা হল মাল্টিপ্লেক্স। একাধিক দোকান রয়েছে এই কমপ্লেক্সে। রয়েছে একটি ক্যাফেটেরিয়াও। স্থানীয় সূত্রে খবর, ওই ক্যাফেটেরিয়া থেকেই প্রথমে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের দোকানে।

    দোকানের ভিতরে কেউ আটকে রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক অতীতে এমন আগুন লাগার ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছেন না এখানকার লোকজন। আগুনের ভয়াবহতা এতটাই বেশি, ব্যারাকপুর প্ল্য়াটফর্মে দাঁড়িয়েও তা দেখা যাচ্ছে। ভিড় জমে গিয়েছে সেখানেও। এই সিনেমা হলের পিছনেই দিশা চক্ষু চিকিৎসা কেন্দ্র। নিয়মিত প্রচুর রোগী আসেন এখানে। আগুনের খবরে সেখানেও আতঙ্কের আবহ।

  • Link to this news (এই সময়)