• এ বার কামারহাটিতে হেলে পড়ল নির্মীয়মাণ ফ্ল্যাট, বেআইনি নির্মাণ, বলছে পুরসভা
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৫
  • কলকাতার বাঘাযতীন এলাকায় বহুতল আবাসন হেলে পড়ার রেশ কাটতে না কাটতেই এ বার একই ঘটনা কামারাহাটিতে। অভিযোগ, এই ফ্ল্যাট তৈরিরও কোনও অনুমোদিত প্ল্যান নেই, পুরোটাই বেআইনি। কামারহাটির ধোবিয়া বাগান এলাকায় হেলে পড়ে তিন তলা একটি ফ্ল্যাট বাড়ি। আপাতত নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে কামারহাটি পুরসভা। পুরপ্রধান জানান, থানায় এফআইআরও করা হয়েছে।

    কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ধোবিয়া বাগান। গত ৬-৭ মাস ধরে তিন তলা ওই ফ্ল্যাট তৈরির কাজ চলছে। সম্প্রতি ফ্ল্যাটটি হেলে যাওয়ায় বাইরে থেকে লোক এনে তা মেরামতের চেষ্টা করছেন প্রোমোটার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাইড্রোলিক পদ্ধতিতে তা সোজা করা হচ্ছে।

    এলাকার লোকজনের দাবি, বিল্ডিং তৈরির আগেই এই অবস্থা। তার পরও এ কাজ হতে দিলে, জেনে বুঝে এলাকায় বিপদ ডেকে আনা হবে। বাঘাযতীনের হেলে পড়া বহুতলের প্রসঙ্গও টানেন তাঁরা।

    কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা জানান, তিনি সোমবারই ঘটনাস্থলে গিয়েছিলেন। বাড়িটির কোনও প্ল্যান নেই, পুরসভারও অনুমতি নেই। কোন এজেন্সি এই হেলে যাওয়া বাড়ি সোজা করার কাজ করছে, তাও পুরসভা জানে না। পুরপ্রধানের দাবি, তাঁরা জানলে কখনওই অনুমতি দেওয়া হতো না। ইতিমধ্যেই এই কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি কামারহাটি থানায় বাড়ির মালিকের নামে এফআইআরও করা হয়েছে।

    এ প্রসঙ্গে কাউন্সিলর মেহেদি ইমাম জানান, তিনি অসুস্থ, তাই তেমন ভাবে বিষয়টি জানেন না। তবে তিনি জেনেছেন, নির্মীয়মাণ ফ্ল্যাটটি হেলে যাওয়ায় সোজা করার কাজ চলছে। যে হেতু পুরপ্রধান এ নিয়ে বলেছেন, তাই এর বেশি কিছু কাউন্সিলর বলতে চাননি। তবে এ নির্মাণ আইনি নাকি বেআইনি, তা ঠিক করার দায়িত্বও পুরসভার ঘাড়েই ঠেলেছেন তিনি।

  • Link to this news (এই সময়)