জাল আধার কার্ড তৈরি করে, ভুয়ো পরিচয় দেখিয়ে অন্যের কোটি কোটি টাকা মূল্যের জমি বিক্রির চেষ্টার অভিযোগ। হুগলিতে হাতেনাতে ধৃত এক। ঘটনা পোলবার কোটালপুরে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের বাবা গোলাম মোর্তাজার ২১ শতক জমি রয়েছে দুর্গাপুর এক্সপ্রেস রোডের পাশে। সেই জমির বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা। গোলাম মোর্তাজার মৃত্যুর পরে আপাতত সেই জমির মালিক রফিকুল।
অভিযোগ, সোমবার সেই জমি বিক্রি করার জন্য ঘটনাস্থলে যান এক ব্যক্তি। নিজেকে গোলাম মোর্তাজা বলে দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, জমিটি বিক্রি করার জন্য ক্রেতাও নিয়ে এসেছেন বলে দাবি করেন। বিষয়টি নজরে আসার পরে কার্যত আকাশ থেকে পড়েন রফিকুল। কী ভাবে ৪০ বছর তাঁর বাবা ফিরে এলেন? তা বোঝার চেষ্টা করেন তিনি। ওই ব্যক্তিকে চেপে ধরতেই চক্ষু চড়কগাছ রফিকুলের।
তার কাছে একটি আধার কার্ড পাওয়া যায়। যেখানে গোলাম মোর্তাজার নাম ও ঠিকানা থাকলেও ছবি ছিল সেই ব্যক্তিটিরই। তখনই রফিকুল বুঝতে পারেন, তাঁর বাবার নাম, পরিচয় দিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করেছেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তিনি দাদাপুর থানায় নিয়ে যান অভিযুক্তকে। প্রতারণার চেষ্টার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, তাঁর নাম আসলে আব্বাস আলি।
পুলিশ জানিয়েছে, আধার জাল করে অন্যের জমি বিক্রির পরিকল্পনা করছিলের তিনি। তদন্তকারীদের প্রাথমিক ভাবে সন্দেহ,এই ভাবে জাল কাগজ দেখিয়ে ক্রেতার বিশ্বাস অর্জন করতেন প্রতারক। তারপর অন্যের জমি বিক্রি করে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। আব্বাসের কুকর্মের পাশাপাশি জাল আধার কার্ড তৈরির বিষয়টিও নজরে এসেছে পুলিশের।
সম্প্রতি জাল আধারকার্ড চক্রের চাঁই ভাঙতে উঠে পড়ে লেগেছে পুলিশ। একাধিকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তার মধ্যে পোলবার ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।